বিজনেস পোষ্ট
কুটুমবাড়ি বিরিয়ানি
এস.এ.বাড়ি মার্কেট পুলিশ লাইন কুমিল্লা।
সুধী আসসালামু আলাইকুম।সকল ভোজন রসিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মাটন ও বিফ লাভারদের জন্য সু- খবর।যারা আকাশে মেঘের আনাগোনায় joy khan ভাইয়ের মত কাক ডাকা ভোরে বা রাতের আধারে রান্না ঘরে অথবা পাশের বাসার আন্টির রান্না ঘরের দিকে ছুটে যান বিরিয়ানি বা খিচুরি খাওয়ার জন্য, তাদের জন্য সুখবর। কটুমবাড়ি বিরিয়ানি #জামাই- আদর প্যাকেজের মত আরো ২ টি নতুন মজাদার আইটেম সংযোগ করতে যাচ্ছে।
১)নওয়াবি কাচ্চি বিরিয়ানি, যা পাওয়া যাবে প্রতি মাসে শুধু ১০ তারিখ। ২)স্পেশাল বিফ ভূনা খিচুরী।
নওয়াবি কাচ্চি বিরিয়ানি ৪০০ টাকা এর মাঝে যা পাবেন। ১)খাশির রানের রোস্ট। ২) শামি কাবাব ৩) বোরহানি ৪) বাশমতি চাউলের পোলাও
স্পেশাল বিফ ভূনা খিচুরি ১৬০ টাকা। এর মাঝে পাবেন। ১) মটর শুটি ও বটবটি মিশ্রিত চিলিগুড়া চাউলের খিচুরি। ২) বিফ ৩) শামি কাবাব