WOOD CHAMPA ( কাঠ গোলাপ) FLOWER

@assan · 2025-05-22 17:28 · photography

কাঠগোলাপ 20190510_175450.jpg

কাঠগোলাপ, যার বৈজ্ঞানিক নাম Plumeria, তার ফুলের সৌন্দর্য ও মিষ্টি গন্ধে মনমুগ্ধ হয়ে যায়। বিভিন্ন রঙের কাঠগোলাপ ফুল দেখতে পাওয়া যায়, যেমন সাদা কাঠগোলাপ. হলুদ কাঠগোলাপ. লাল কাঠগোলাপ, গোলাপি কাঠগোলাপ ইত্যাদি। এটি সাধারণত বাগানে, পথের ধারে এবং উদ্যানগুলোতে শোভা বর্ধন করে।

20190419_173817.jpg

কাঠ গোলাপ, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ফুলের নাম। শুধু যেন একটা ফুল নয় একগুচ্ছ অনুভূতির উপমা, ভালোবাসা ও শুদ্ধ প্রেমের প্রতীক । কাঠগোলাপ গাছ সারা বছর ফুল ফোটাতে সক্ষম হলেও গ্রীষ্ম ও বর্ষাকাল এটির ফুল ফোটার জন্য আদর্শ সময়। এসময় পরিবেশের আর্দ্রতা এবং উষ্ণতা গাছের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। গ্রীষ্মকাল: মার্চ থেকে জুন পর্যন্ত গ্রীষ্মকালে কাঠগোলাপ গাছ সবচেয়ে বেশি ফুল ফোটে।

20190517_144120.jpg

20181105_114636.jpg

#photography #flower #white #yellow #garden #hobby
Payout: 0.000 HBD
Votes: 13
More interactions (upvote, reblog, reply) coming soon.