চন্দ্রপ্রভা ফুল দেখতে ফানেল (চুঙ্গি) বা ঘণ্টা আকৃতির। এটি ৩-৪ সেমি পর্যন্ত চওড়া হয়ে থাকে। এর পাতা যৌগিক, আট থেকে পনেরো সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল বড় বড় থোকায় ঘনসন্নিবিষ্ট হয়ে থাকে। "চন্দ্রপ্রভা" বা "Tecoma stans" একটি ফুল গাছের নাম। এটি হলুদ রঙের ফুল দেয় এবং "সোনাপাতি" বা "ইয়েলো ট্রাম্পেট" নামেও পরিচিত। এটি গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের একটি উদ্ভিদ, যা দ্রুত বর্ধনশীল এবং আকর্ষণীয় হলুদ ফুল ধারণ করে।
"চন্দ্রপ্রভা" বা "Tecoma stans"
@assan
· 2025-07-02 16:36
· photography
#photography
#flower
#yellow
#garden
#hobby
#beauty
Payout: 0.000 HBD
Votes: 9
More interactions (upvote, reblog, reply) coming soon.