by Narocky71 on Narocky's Blog
View my bio on Blurt.media: https://blurt.media/c/narockysblog
While walking along the road, I often unknowingly see the immense beauty of nature. That day, I came across such a scene. While walking, I suddenly saw a jasmin flower tree. The tree had many red jasmin flowers blooming. Their bright red glow seemed to make it even more vibrant in the sunlight. That's when I felt like I had to capture this beautiful moment on camera. So I made a video of the jasmin flowers.
Jasmin flowers are not only a symbol of beauty, but they also have herbal and medicinal properties. Many people take care of their hair with jasmin flowers, while some use them in Ayurvedic treatment. However, for me, the biggest attraction of jasmin flowers is their simple beauty. The large petals and bright red color are like a work of art from nature. Seeing these flowers blooming on the roadside, I felt like nature gives us so many gifts every day, and we often don't notice them.
This video is not just a flower for me, but a memory of a moment of unity with nature in our daily lives.
রাস্তার পাশের জবা ফুলের সৌন্দর্য
রাস্তার পাশে হাঁটার সময় অনেক সময় অজান্তেই চোখে পড়ে প্রকৃতির অপার সৌন্দর্য। সেদিনও এমনই এক দৃশ্যের মুখোমুখি হলাম। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল একটি জবা ফুলের গাছ। গাছটিতে অনেকগুলো লাল রঙের জবা ফুল ফুটে ছিল। সূর্যের আলোয় তাদের উজ্জ্বল লাল আভা যেন আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিল। তখনই মনে হলো এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখতে হবে। তাই আমি জবা ফুলগুলোর একটি ভিডিও করেছি।
জবা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এর রয়েছে ভেষজ ও ঔষধি গুণও। অনেকেই জবা ফুল দিয়ে চুলের যত্ন নেন, আবার কেউ কেউ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করেন। তবে আমার কাছে জবা ফুলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সরল সৌন্দর্য। বড় বড় পাপড়ি আর উজ্জ্বল লাল রঙ যেন প্রকৃতির এক শিল্পকর্ম। রাস্তার ধারে ফুটে থাকা এই ফুলগুলো দেখে মনে হলো প্রকৃতি আমাদের প্রতিদিন কত কিছু উপহার দেয়, আর আমরা প্রায়ই তা খেয়াল করি না।
এই ভিডিওটি আমার কাছে শুধু একটি ফুলের নয়, বরং দৈনন্দিন জীবনে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক মুহূর্তের স্মৃতি।
blurt #blurtbangladesh #r2cornell #blurtbd #blurtlatam #web3
https://youtu.be/LmV_7-_lxZE?si=bQyhzmCTtcwKGFyR