আসসালামুআলাইকুম
সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অন্যরকম একটি পোস্ট নিয়ে এসেছি।
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি বাটারফ্লাই ফটোগ্রাফি যেটাকে আমরা আমাদের ভাষায় প্রজাপতি বলি।
আজকে এই প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি করে আপনার সাথে শেয়ার করলাম ।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
প্রজাপতি কার না ভালো লাগে প্রজাপতি হল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, এরা পরিবেশবান্ধব,এরা পরিবেশের উপকার করে। সাধারণত অনেক ধরনের রঙ এর প্রজাপতি দেখা যায়৷
এদের মধ্যে অনেক প্রজাতি রয়েছে যেটা অগণিত এবং এদের ডানা গুলো আলাদা৷ প্রতিটা প্রজাপতি এক এক রকম ডিজাইন হয়ে থাকে।
যদিও আজকাল যুগের অবর্তমানে দিনদিন প্রজাপতির বংশবিস্তার ও প্রজাপতির বিচরণ বিলুপ্তির পথে, আর এটার জন্য আমরাই দায়ী। কারণ আমরা পরিবেশবান্ধব কাজ না করে পরিবেশ দূষণের কাজ করতেছি।
যাইহোক বন্ধুরা কেমন লাগলো আমার ফটোগ্রাফি, অবশ্যই জানাবেন। আমি ধীরে ধীরে আমার আরো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশাকরি আমার আজকের পোস্টের ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লাগবে। মতামতের অপেক্ষায় রইলাম।
ফটোগ্রাফার | @bristy1 |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
💦
💦 BRISTY 💦
💦