Let's do it ourselves' - a pen holder made of old glass

@bristy1 · 2022-01-16 13:16 · Hive Diy

আসসালামুআলাইকুম

আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও চলে এলাম নতুন আরেকটি জিনিস নিয়ে৷ নতুন কিছু তৈরি করতে ভালো লাগে,আর তা আপনাদের মাঝে শেয়ার করে আরও বেশি আনন্দ পাই। তাই চলে এলাম আজও, আজকে নিয়ে এলাম কলমদানি তৈরি করার সম্পূর্ণ কাজ নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা,দেখে নিন আমার আজকের কাজটি।

Uploading image #1...

কলমদানি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ

  • একটি পুরোনো গ্লাস
  • উল সুতা
  • আঠা
  • পুতি
  • কাচি

Image_1635173478.jpg

Image_1635175191.jpg

#

প্রথম ধাপ

প্রথমে আমি গ্লাসটিকে নিলাম, এতে নিচের দিকে আঠা লাগিয়ে নিবো।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211025213338377.png

দ্বিতীয় ধাপ

এরপরে লাল রঙ এর উল সুতা নিয়ে নিচের দিক থেকে আঠার মধ্যে লাগিয়ে পেচিয়ে নিতে থাকলাম। শেষ প্রান্ত কেটে নিলাম। Image_1635173388.jpg

আমি গ্লাসটির পুরো দৈর্ঘ্যকে ৩ ভাগ করে পরিমাপ নিয়েছি। কারণ এতে আমি ৩ রঙের সুতার কাজ করব।

তৃতীয় ধাপ

এরপরে মাঝের অংশে কালো রঙের সুতা লাগিয়ে নিলাম পূর্বের মত। লাল সুতার শেষ প্রান্ত থেকে কালো সুতার শুরু করে পেচিয়ে নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211025213530340.png

চতুর্থ ধাপ

কালো সুতা লাগিয়ে নেয়ার পর আমি এইবার হলুদ রঙের সুতা নিলাম। কালো সুতার শেষ প্রান্ত থেকে হলুদ সুতা লাগানো শুরু করলাম। এক্ষেত্রেও আমি আঠা লাগিয়ে তারপরে সুতা লাগালাম। photoart.collagemaker.picgrid.edit.photoframe_2021102521375308.png

লাল,কালো আর হলুদ সুতা দিয়ে পুরো গ্লাসটা কভার করে নিলাম।

Image_1635174223.jpg

পঞ্চম ধাপ

এরপরে আমি কিছু পুতি নিয়ে নিলাম, পুতি দিয়ে কালো রঙের মাঝে একটু ডিজাইন করে আঠা দিয়ে পুতি বসিয়ে দিলাম। photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211025214222146.png

এইতো তৈরি করে পেল্লাম খুব সহজেই একটি কলমদানি। আমি এই কলমদানিতে আমার আর্ট এর তুলে পেন্সিল আর কলম রেখে দিলাম।

Image_1635175156.jpg

Image_1635175053.jpg

Image_1635175099.jpg

Image_1635175150.jpg

আশা করি আপনাদের কাছে আমার এই নতুন উদ্ভাবন ভালো লাগবে। সবার মতামত এর অপেক্ষায় রইলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার @bristy1
ডিভাইস স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশন https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

#diy #craft #hiveofdiy
Payout: 0.000 HBD
Votes: 6
More interactions (upvote, reblog, reply) coming soon.