আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিকতা ও ভালোবাসা জানাই।
আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকের পোস্টে আমি আমার করা অন্য একটি আর্ট শেয়ার করব। এই আর্ট হলো চেরি ফলের আর্ট। আজকে আমি এমন একটি আর্ট করেছি যেটাতে আমি লাল আর কালো রঙের আভা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
আমি এই আর্ট করার জন্য যেসব জিনিস ব্যবহার করেছি তা নিম্নে উল্লেখ করে দিলাম এবং ধাপে ধাপে সব বর্ণনা তুলে ধরলাম।
-
ড্রয়িং খাতা
-
জলরং (লাল, সাদা, সবুজ, হলুদ , কালো,বাদামী)
-
তুলি
-
পেন্সিল
-
স্কেল
-
পানি
প্রথম ধাপ
প্রথমেই আমি জলরং আর তুলি নিলাম। এরপরে আমি একটি ট্রে তে রঙ নিয়ে নিলাম। আমি পরিমাপমত সাদা, লাল, হলুদ, সবুজ,কালো আর বাদামী রঙ নিলাম। আর রঙ আরেকটু পাতলা করার জন্য ১/২ ফোটা করে পানি দিয়ে রঙের সাথে মিশিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
এরপরে আমি পেন্সিলের সাহায্যে চেরি ফল একে নিয়েছি। আর এটির প্রতিফলন দেখাবো পানির নিচের দিকে,তাই মাঝে একটি দাগ টেনে নিলাম।
তৃতীয় ধাপ
এরপরে আমি রঙের কাজ করব, এজন্য প্রথমে তুলিতে লাল রঙ নিয়েছি।
রঙ নেয়ার পর আমি চেরি ফল ২টি কে রঙ করা শুরু করলাম। এক্ষেত্রে আমি খুব সাবধানে রঙ করতে থাকলাম যাতে পেন্সিলের দাগের বাইরে গিয়ে নষ্ট না হয়ে যায়। ধীরে ধীরে আমি কিনারার অংশ রঙ করলাম। তারপরে আমি ভিতরের অংশ রঙ করে নিলাম।
একইভাবে অন্যটিকেও রঙ করে নিলাম। এক্ষেত্রে আমি রঙের বাইরে না যাওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে করেছি।
চতুর্থ ধাপ
চেরিফল রঙ করার পর আমি পেন্সিল দিয়ে আবার চেরি ফলের বোটা একে নিয়েছি। ২টি ফলই একসাথে রয়েছে।
পঞ্চম ধাপ
এবারে আমি আরেকটি তুলি নিলাম,সবুজ রঙ এর কাজ করার জন্য। এটির সাহায্যে চেরিফলের বোটা রঙ করা শুরু করলাম। সবুজ রঙ দিয়ে বোটা রঙ করে নিয়েছি।
এখন আবার সবুজের উপরে হলুদ রঙ দিয়ে দিবো। এজন্য হলুদ রঙ নিয়ে নিলাম তুলির মধ্যে। তারপর বোটাতে রঙ করে দিলাম।
ষষ্ঠ ধাপ
এই ধাপে আমি চেরিফলের চারপাশে কালো রঙ করে নিবো। তাই তুলিতে কালো রঙ নিয়েছি। এরপরে আমি উপর দিক থেকে কালো রঙ করা শুরু করে দিলাম।
চেরিফলের পাশে কালো রঙ করার ক্ষেত্রে সাবধানে করলাম। যাতে কালো রঙ চেরিফলের মধ্যে না যায়।
সপ্তম ধাপ
সম্পূর্ণ অংশ কালো রঙ করার পর আমি আরেকটি তুলি নিলাম, এতে বাদামী রঙ নিলাম। বাদামী রঙ এর কাজ হলো চেরিফলগুলোকে আরেকটু ফুটিয়ে তোলা। এজন্য আমি চেরিফলের একপাশ করে বাদামী রঙ মিশ্রিত করে দিলাম। বোটার অংশের পাশেও বাদামী রঙ করে দিলাম।
অষ্টম ধাপ
এইবার আমি শেষ রঙের কাজটা শুরু করব। তাই আমি সাদা রঙ তুলিতে নিলাম। তারপরে চেরিফলের উপরে কিছু পানির ফোটার মত করে দিলাম। পানির অংশ বোঝাতে আমি পেন্সিলের দাগে সাদা রঙ করে দিলাম।
উপর থেকে চেরিফলগুলো পানিতে পড়েছে, তাই পানি উপরের দিকে ছিটকে গেছে৷ এইরকম করেই আমি সাদা রঙ করে দিলাম। আশেপাশে পানি ছিটেফোঁটা দিয়ে দিলাম।
এইবার আমার কাজটা সম্পূর্ণভাবে শেষ করে দিলাম। করে নিলাম চেরিফলের পেন্টিং।
আশা করি আমার আজকের কাজটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমার কষ্ট কতটা স্বার্থক সেটা আপনাদের মতামত দেখেই জানতে পারবো।
সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।
আল্লাহ হাফেজ
ফটোগ্রাফার | @bristy1 |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
💦
💦 BRISTY 💦
💦