জোকোভিচ উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন

@featherfoam · 2021-06-30 21:32 · Hive Learners

23vsEDkrHACzeN3i9fWghqq3o3VrYSo943Qw8Hano2EJ5FXUx7wRAWvNnuDr1mKnPF8Y1.jpg IMAGE SOURCE আজকে সন্ধ্যায় উইম্বলডনের খেলা হলো. আজকের এই খেলায় মোকাবেলা ছিল জেকোভিচ এবং এন্ডারসনের। আমি যতবার খেলা দেখেছি এই দুইজনের মোকাবেলা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে।

আজকের খেলাটি জোকোভিচ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো কারণ এর আগের ম্যাচগুলোতে কয়েকবার সেন্টার কোর্টে কম-বেশি আগেপিছে হয়ে গেছে। কিন্তু আজকে জোকোভিচ তার আপ্রাণ চেষ্টায় এন্ডারসন কে পিছনে ফেলে দিয়ে খুব সহজেই তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।

সবথেকে বড়ো কথা হলো এর আগে যতবার জোকোভিচ এর সাথে এন্ডারসনের খেলা হয়েছে ততবারই জোকোভিচ তাকে হারাতে সক্ষম হয়েছে। যার মধ্যে অনেকগুলো সেমী ফাইনাল এবং ফাইনালও রয়েছে।

ধন্যবাদ:))

#sports #tennis #wimbledon #game #djokovicvsanderson
Payout: 0.000 HBD
Votes: 13
More interactions (upvote, reblog, reply) coming soon.