আজকের খেলায় ফেডেরার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন

@featherfoam · 2021-07-06 22:04 · Hive Learners

23xeb9Ustt5wN7TQaoEnyWDhndxFBwp7ocAYd3TWifYwCEMsLQiPSwiS1o5Z8uXYMWDSu.jpg IMAGE SOURCE আজকের খেলা নিয়ে মোট দুইজন কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে এখনো কোয়ার্টার ফাইনালে ২জনের উঠতে বাকি আছে। গতকাল জোকোভিচ কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন এবং আজকে ফেডেরার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই ফেডেরারও একজন খুব দক্ষ প্লেয়ার।

তবে আরো দুইজনের কোয়ার্টার ফাইনালে না ওঠা পর্যন্ত বলা মুশকিল যে জোকোভিচ এর সাথে প্রথম সেমিফাইনাল কার খেলা হবে। এই উইম্বলডনে যতজন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেছে এই পর্যন্ত তার মধ্যে ফেডেরার এর বয়স মেলা। ফলে অন্যান্য প্লেয়ারদের তুলনায় টেনিস খেলায় তার যে দক্ষতা একটু বেশি আছে সেটি বোঝাই যাচ্ছে।

কারণ এই টেনিস খেলায় তিনি বিগত দিনগুলোতেও অনেক ম্যাচ খেলে শিরোপা অর্জন করেছেন। আর এখন এই বয়েসে উইম্বলডনের খেলাতেও তিনি খুব দক্ষতার সাথে খেলে কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছিয়ে গেছেন।

টেনিস খেলায় এই জোকোভিচ আর ফেডেরার এর খেলার ধরনটাই যেন একটু আলাদা অন্যান্য প্লেয়ারের তুলনায়। আমার ধারণা মতে তাদের দুইজনের একজনই এই উইম্বলডন বিজয়ী হতে পারে। এখন বাকিটা তাদের খেলার উপরে নির্ভর করে।

এখন শুধু দেখার বিষয় হলো কার দৌড় কতদূর, কারণ খেলার প্রায় অন্তিম পর্যায়। ফেডেরার আজকে মাত্র দুই ঘন্টায় খেলার ইতি টেনে দিয়েছে। যদিও এই দুই ঘন্টার আগেও খেলা শেষ করতে পারতো কিন্তু খেলার মাঝখানে দুম করে বৃষ্টি এসে পড়ায় বেশ খানিক্ষন খেলা স্থগিত ছিল।

তার প্রতিপক্ষ ছিল সোনেগো। ফেডেরারের সামনে তিনি যেন টিকতেই পারলেন না, প্রতিটা রাউন্ডেই ঝড়ের বেগে হেরে গেলেন। প্রথম দিকে একটু ভালো খেললেও বৃষ্টির পরে লাস্ট দুটো রাউন্ড দ্রুত হেরে গেলেন।

ধন্যবাদ:))

#sports #tennis #federer #quarterfinal #game #federervssonego
Payout: 0.000 HBD
Votes: 24
More interactions (upvote, reblog, reply) coming soon.