আজ সকালে মালয়েশিয়ার শহরে যানজট।

@mdsahin111 · 2025-10-02 00:45 · CCH

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো, আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আমি মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে আমি একজন বাংলাদেশী মালয়েশিয়ার প্রবাসী। ![](https://images.ecency.com/DQmbrKuLgBKqc1yVbjGUn91LNYeX9Kp3257Q5mQX2hCaU7P/img_20251002_073051.jpg)| |-| ![](https://images.ecency.com/DQmZtW4rPP6dF7qmBanpJnJEUWnarqfLyUu6dmnUa7TbZkb/img_20251002_073050.jpg) প্রতিদিনের মতো আজ আমি খুব সকালে ঘুম থেকে উঠে সাইকেলিং করতে বের হলাম মূলত সাইকেলিং করে ইআমি কাজের সাইটে আসি আবার বাসা থেকে কাজের সাইটে আসতে প্রায় ২০ মিনিট সময় লাগে তবে আমাকে প্রতিনিয়তায় আসতে হয় সাবধানতার সাথে। মেনশন করে আমি সাইকেলিং করে থাকি মাথায় হেলমেট সহ সবকিছুই ব্যবহার করে থাকি। ![](https://images.ecency.com/DQmRBD59HeJABAFcrJVU7tNxgQkKXJbhQb8i8jgRUxg1gXA/img_20251002_073035.jpg) অতিরিক্ত গাড়ি চাপ সেই সাথে রয়েছে মোটরসাইকেল সাইকেলিং করাটা অনেকটাই রিক্স হয়ে যায় তবে শরীর ঠিক রাখার জন্য আমি এই কাজটা প্রতিনিয়তই করে থাকি। তবে আজ সকালে অতিরিক্ত গাড়ির চাপছিল তবে মালয়েশিয়াতে শৃঙ্খলার সাথে দাড়িগুলো এক লাইনে দাঁড়িয়ে থাকে আমরা যারা সাইকোলাইন করি খুব একটা সমস্যা হয় না রাস্তার সাইড দিয়ে খুব সুন্দর জায়গা থাকে সেখান থেকে আমরা আসতে পারি। ![](https://images.ecency.com/DQmWv1GFWUtwvf4HKJogFXKzL5ZxUeQGDecVpFoba4ddNyQ/img_20251002_073032.jpg) আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সকালে সবাই বেরিয়ে পড়ছে অফিস আদালতে কর্মের নিজ নিজ দায়িত্বে কাজের উদ্দেশ্যে। সকাল ৭ টা থেকে শুরু করে ৯ টা পর্যন্ত এভাবেই যানজট লেগে থাকে। দুই পাশে এভাবেই গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে আমি ট্রাফিক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন সবুজ আলো জ্বলবে তারপর আমি আমার গন্তব্যে পৌঁছাবো। ![](https://images.ecency.com/DQmeGHnbdfskh83jBgK3j18BmRbN67NbGwg9eddS7gG9WCU/img_20251002_073027.jpg) | Device | Name | |-|-| Android | vivo Y15 Location| Malaysia 🇲🇾🇲🇾 Short by |@mdsahin111 তো বন্ধুরা আলহামদুলিল্লা সাবধানতার সাথে আজও আমি আমার কোম্পানিতে এসে পৌঁছেছি এবং আপনাদের কাছে আজকের এই বিষয়টা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন।

#hive-117778 #lifestyle #photography #r2cornell #neoxian #vyb #cch #hive-engine #ecency
Payout: 0.000 HBD
Votes: 34
More interactions (upvote, reblog, reply) coming soon.