রমজান মোবারক

@minhaz007 · 2022-04-02 13:34 · BDCommunity

আহলান সাহলান মাহে রমজান

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে আমরা সিয়াম সাধনায় মাস রমজান মাস শুরু।

হাদিস শরিফে রাসুল (সা.) ইরশাদ করেন— "তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।" বুখারি, হাদিস : ১৯০৯; মুসলিম, হাদিস : ১০৮১

আজকে আমরা তারাবি পড়ব এবং রাতে সেহরি খাব। এবং আগামীকাল রোজা রাখব। এভাবে আমরা ৩০ দিন রোজা রাখব।

আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

IMG20220402182120.jpg

আমি প্রতিবছর চাঁদ দেখার জন্য অপেক্ষা করে থাকি। কারণ চাঁদ দেখে রোজা রাখা সুন্নত। তবে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয় না। পাশাপাশি আকাশের দিকে তাকিয়ে মনের কথাগুলো বলাও সুন্নত। তাই আমি বিকেল ৬ ঘটিকা থেকে আকাশের দিকে তাকিয়ে ছিলাম, কিন্তু মেঘের কারণে চাঁদ দেখা সম্ভব হয়নি।

মূলত আমরা রমজানের শুরুর চাঁদের তুলনায়,রমজান মাসের শেষের ঈদের চাঁদকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ছোটবেলায় ঈদের আগের দিন যখন শুনতাম ,

'ও মোর রমজানের ঐ রোজার শেষে , এলো খুশির ঈদ '

গানটা শুনলেই বুঝতে পারতাম ঈদ এসে গেছে। পাশাপাশি একটু অন্যরকম অনুভূতি লাগতো। ঠিক তেমনি আজ রমজান শুরু হলো,খুবই ভালো লাগছে। কারণ এ সময় শয়তানকে বেঁধে রাখা হবে।

#shorts #life #writing #ramadan #islam
Payout: 0.000 HBD
Votes: 14
More interactions (upvote, reblog, reply) coming soon.