কিডনির_অসুখ-পর্ব:৩
UTI(Urinary Tract Infection)
সাধারণত ইউরিনারি ট্রাক ইনফেকশন বলতে,কিডনি , ইউরেটার,ব্লাডার,ইউরেথ্রার সংক্রামক রোগকে বুঝায়!রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে!
প্রকারভেদ:
♦Lower UTI- Infection Of the bladder(Cystitis)(মুত্রথলিতে সংক্রামক হয়ে থাকে)
♦Upper UTI- Pyelonephritis(কিডনিতে সংক্রামক)
♦Recurrent UTI- Re infection depends age and sex(পুন: সংক্রামক)
♦Uncomplicated UTI- Infection Urinary tract with kidney Function Normal.(মুত্র নালিতে সংক্রামক)
♦Complicated UTI- Anatomical, Functional or Pharmacologycal Resistance, Treatment Failure. Abnormal Urinary tract.(যখন ট্রিটমেন্ট ফেইলর হয়ে,ব্যাক্টেরিয়া ভিত্তি স্থাপন করে)
Signs and Symptoms:(লক্ষন)
♣Fever(জ্বর আসতে পারে) ♣Urinary Frequency ♠Urgency ♣Dysuria ♣Oligouria(অল্প অল্প মুত্র) ♠Hematuria(মুত্রের সাথে রক্ত যেতে পারে) ♣Painful frequent passing of only small amount of urine.(মুত্র করার সময়ে জ্বালাপোড়া করা) ♣Foul-Smelling cloudy urine(মুত্রে দু:গন্ধ ও রং মেঘাটে) ♣Urinary incontinence(প্রসাবের গতিবেগ এর ধরে রাখতে না) ♣Suprapubic or loin pain(তলপেট ব্যাথা) ♣Rigors ♣Pyrexia(জ্বর জ্বর ভাব) ♣Nausea +Vomiting.(বমি বমি ভাব ও বমি আসতে পারে) ♣Vaginal dicharge(মেয়েদের সাদা শ্রাব দেখা দিতে পারে) ♣Headache(মাথা ব্যথা করতে পারে) ♣etc
Aetiology :কারন:
ইউরিনারি ট্রাক ইনফ্রাকশন সাধারনত ব্যাক্টেরিয়া, ভাইরাল,ছত্রাক জনিত কারণে হয়ে থাকে।
♥Escherichia Coli- 68% ♥Proteus-12% ♥Klebsiella-4% ♥Enterococcus-6% ♥Staphylococcus -10%
D/D:
♦ Postmenopausal women with atrophic vaginitis and urethritis. ♦Candida Albicans ♦Herpes simplex ♦Chlamydia ♦Enlarged prostate ♦etc
Complication : কি কি জটিলতা হতে পারে,
♣Renal Failure ♣Septicaemia ♣Hydronephrosis ♣Pyonephrosia ♣Intrarenal abcess ♣Pyelonephritis
Risk Factor:( যারা ঝুকিতে আছেন,ইউ টি আই হওয়ার)
♦Diabetics (ডায়াবেটিস রোগিরা)
♦Multiple
Sexual (বহুগামিতা)
partner
♦Buccal and Anal coitus sex(যারা পায়ুপথ ও মুখে সেক্স করেন) ♦Lesbianism(মেয়ে মেয়ে হোমো সেক্স) ♦BPH(প্রসেটেড এর গ্রন্থি বৃদ্ধি) ♦Less water drinking(যারা অল্প পানি পান করেন) ♥Urineray Catheteriization(মুত্র নালিতে ক্যাথেটার)
Child or Babies UTI:(বাচ্চাদের ক্ষেত্রে)
♠High Fever(তীব্র জ্বর আসতে পারে) ♠Chills(শরীর ঠান্ডা হয়ে যেতে পারে) ♠Not eating properly (কিছুই খেতে চায়না) ♠Irritability ♠Babies Crying(বাচ্চারা কান্না করে থাকে)
Pregant Mother UTI: (গর্ভবতী মায়েদের)
গর্ভবতী মায়েদের প্রায় বেশির ভাগ UTI হয়ে থাকে। ♦Lower Abdomen pain(তলপেট এ ব্যাথা) ♦LBP(পিছনে ব্যাথা) ♦Fever(জ্বর এসে থাকে)
Investigation :
♥Urine R/M/E ♥Urine C/S ♥CBC ♥Serium Creatinine ♥X-ray KUB resion ♥USG-KUB
Management :
♥Antibiotics Therapy, -Amoxicillin+Clavulanic Acid or -Nitrofurantoin or -Ciprofloxacin or -Cefuroxime+Clavulanic Acid or -Cefixime or -Ceftriaxone or -Gentamicin -etc
Preventation:
♦প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে। ♦সময়মত মুত্র নিস্কাশন করতে হবে। ♦স্বামী -স্ত্রী বা সেক্স করার আগে ও পরে প্রসাব করতে হবে। ♥বহু কামিতা( বহু যৈনতা পরিহার) ♥প্রয়োজনে কনডম ব্যবহার ♥ওরাল ও পায়ুপথে সেক্স এভায়েড করতে হবে ♥সচরাচর ইউরিনারি ক্যাথেটার করা যাবে না ♥পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। ♥শুকনো খাবার পরিহার ♥সেক্সয়াল ট্রান্সমিটেড রোগগুলোর সচেতনতা বাড়াতে হবে। ♥কিডনির অসুখের চিকিৎসা নিতে হবে। ♣ ভিটামিন সি ও স্টোবিরি জাতীয় খাবার খেতে হবে,এতে ইউরিনারি ট্রাকে এন্টিসেপটিক হিসাবে কাজ করে। ♥পিউবিক হেয়ার নিয়মিতি রিমুভ করতে হবে। ♥আন্ডার ওয়ার নিয়মিত পরিস্কার করতে হবে। ♥টাইট জিন্স প্যান্ট দীর্ঘসময় পড়া পরিধান করতে হবে। ♥দীর্ঘদিন যাবৎ হেমায়িত মাংস খাওয়া পরিহার করতে হবে ♥নিয়মিত গোসল করতে হবে। ♥ইত্যাদি