"ঘন মেঘের অন্তরালে হারিয়ে যাওয়া প্রিয় অনুজ"

@shofiqul346 · 2020-07-03 16:51 · BDCommunity

IMG_20200703_224112.jpg দিনটি ছিল রবিবার ২০২০ সাল। বিকাল ৫টা বেজে ৫ মিনিট।ব্যক্তিগত কারনে হঠাৎ বাসার ছাদে উঠলাম।আকাশের পানে চেয়ে দেখি মনোমুগ্ধকর পরিবেশ খানিকটা সময় পার করতেই যেন বিশাল আকাশটা অন্য রকম হয়ে গেল।পূর্বদিকে মেঘ জমতে লাগলো।সূর্যের উত্তপ্ত জলন্ত আভা কে যেন খুব সহজেই মেঘগুলো ঢাকতে লাগলো।আর আমি আকাশের দিকে চেয়ে রইলাম।এ যেন কাকতারুয়া দৃষ্টি। ঠিক তখনি অনুভব করতে লাগলাম হালকা বাতাশ বইছে।আর আমার এলোমেলো চুলগুলো বাতাশের সাথে তালমিলিয়ে আনন্দের সহিত নাঁচতে আরম্ভ করেছে। বিশালতার মাঝে চেয়ে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে হয়তো বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই।

শেষ বিকালের আলো আর এই প্রকৃতির দৃশ্য যেন কখনো ভোলার নয়। আর তখনি মনে পরে গেল আমার সেই প্রিয় অনুজটার কথা। কোন এক বিকেলে তারসাথে কাটানো সময়টা ঠিক এমনই ছিলো।একসাথে বসে ছিলাম তার হাতে হাত রেখে আর গল্পের সূচনা করেছিলাম।ঠিক সেই সময় বিশাল আকাশটা এই রুপ নিয়েছিল। সেই দিন ও সব কথা গুলো বলা হয়ে উঠেনি প্রিয় অনুজ কে।কথাগুলো যেন না বলাই থেকে গেল। IMG_20200703_224057.jpg আর তাই আকাশের এই মেঘ জমানো দৃশ্য দেখে প্রিয় অনুজের কথা মনে পরে।এই দৃশ্য যেন কখনো শেষ হবার নয়। অনেক দিন হয়ে গেল আমার সেই প্রিয় অনুজটার সাথে দেখা নেই।আর না আছে কোন যোগাযোগ। মনের অজান্তে অনেক দুরে চলে গেছে সে।আর আগের মতো নাই। সুনেছি আমার সেই প্রিয় অনুজটা আর আমার নেই।অন্য কারোর হাতে হাত রেখে তারা তাদের গল্প সাজাই।আর এইদিকে আমার গল্পের সূচনা হওয়া মাত্রই যেন গল্পটাই শেষ। কিছু দিন আগের কথা,যখন আমরা একসাথে বসে আমাদের প্রিয় সময় গুলো কাটাচ্ছিলাম তখন কত কথাই না সে বলেছিল।আজকে এই মেঘাচ্ছন্ন আকাশটা দেখে সেই পুরনো স্মৃতি মনে পরে যায়।আগের দিন গুলোতে ফিরে যেতে চাই,তবে কি সুযোগ পাব আমি??

আমি আজও তার হয়ে আছি।কিন্তু সে আর আমার নেই।আজও আমার সব স্বপ্ন গুলো তাকে ঘিরে আর তার স্বপ্ন গুলো অন্য কে ঘিরে। আহা ভাগ্যের নিষ্ঠুর পরিহাস!আমি চাইলাম যারে সে চাইছে কিনা অন্য কাহোরে!

এই সব ভাবতে ভাবতে বাতাসের বেগ একটু বাড়তে লাগলো মনে হয় বৃষ্টি হতে আর দেরি নেই।আকাশে অবস্থা আরও খারাপ হতে লাগলো,কিন্তু আমার সেইদিকে কোন খেয়াল নেই।আমি যেন প্রিয় অনুজ টার কথা ভাবতে ভাবতে স্বপ্নের সাগরে ডুবে গেছি। একটানা আকাশের পানে চেয়ে অনুজটার কথা ভেবেই যাচ্ছি। মন টা পরে তার কাছে।আমি কি আর তাকে ফিরে পাবো নাহ??নাকি সে আর আমার হবে না?? এসব ভাবতে ভাবতে গুরি গুরি বৃষ্টি নামতে শুরু করলো।আর আমি আমার ভাবনা কে সমাপ্ত করে ছাদ থেকে নিচে নেমে আসলাম।প্রিয় অনুজ টা আমার না হক।যার কাছে আছে তার কাছেই সে ভালো থকুক।বেঁচে থাকুক সবার ভালোবাসার,এবং ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ গুলো। ধন্যবাদ। নিজে ভালো থাকবেন। অপরকে ভালো রাখবেন। 2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnCvu3ibRa4XVdhnu.gif

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZnjDrpWwzB5KGstgoH8WwjVeAdCWnqkJjbsHgZaDTYakbsXsUFTgo5J.png

#bdcommunity #photography #life #palnet #nexoian #creativecoin #sky #lassecash #cc
Payout: 0.000 HBD
Votes: 10
More interactions (upvote, reblog, reply) coming soon.