what is love?
ভালোবাসা কি ? পাশাপাশি দুই বর্ণের মিলনকে যেমন সন্ধি বলে তেমনি দুই জনের মনের মিলনকে ভালোবাসা বলে . আমি তোমাকে ভালবাসি বললেই ভালবাসা হয়ে যায়না ভালবাসতে গেলে দুইটি মনের মিলন লাগে এক হাতে যেমন তালি বাজেনা তেমনি এক তরফ কখনো ভালোবাসা হয়না ভালবাসতে গেলে দুইজনেরই সম্মতি লাগে। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে একে অপরকে বলে দে আমি তোমাকে ভালোবাসি এটার নাম ভালোবাসা নয় ভালোবাসা এমন একটা জিনিস যেটা চাইলে ভালোবাসা যায়না ইটা মন থেকে আসতে হয় মনের বিরুদ্ধে ভালোবাসা কখনো দীর্ঘ স্থায়ী হয়না ইটা হয় খান স্থায়ী।
ভালোবাসা কত প্রকার ?
ভালোবাসা শুধু মাত্র ১ প্রকার সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা আবার অনেকেই ভালোবাসে অভিনয় করার জন্য সুতরাং এগুলোকে ভালবাসা বলা যায়না এগুলোকে ভন্ড বলা যায় , আবার অনেক আছে কিছুদিন ভালবাসবে তারপর বলবে তোমাকে আর ভাল লাগছেনা তাহলে আমাদের বুঝে নিতে হবে এগুলো কখনো ভালবাসা ছিলোনা এগুলো ছিল ভাল লাগা জিটা কখনো স্থায়ী হয় ইটা অস্থায়ী।
যে ভালোবাসার কোন ভবিষ্যৎ নেই সেই ভালোবাসা করেও কোন লাভ নাই .
ভালবাসা আসে মনে থেকে আবেগ থেকে নয় আবেগ থেকে আসলে সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। অন্যথায় পরে বিপদে পড়তে হবে।
সত্যিকারের ভালোবাসার মানুষ এক জন অপরজনকে দেখলে বুকের ভিতর একটা অনুভূতি জাগে।
ভালোবাসা দেখানোর প্রয়োজন হয় না, ভালোবাসা এমনিতেই প্রকাশ পায়। ভালোবাসার জন্য তাড়াহুড়ো করা উচিৎ নয়। চাইলেই কাউকে ভালোবাসা যায় না। জোর করে কাউকে ভালোবাসা যায় না। এজন্য মনের ভেতর থেকে অনুভূতি তৈরি হওয়া প্রয়োজন।
source