কথা বলছি বান্দরবান ভ্রমন নিয়ে।
source
অপরুপ সুন্দরের এই বান্দরবান দেখার জন্য গত ৩ দিন আগে ছুটে গিয়েছিলাম বান্দরবান শহরে। গিয়ে সেই বৃষ্টির শিকার। তারপরেও আল্লাহর রহমতে বৃষ্টির ফাকে ফাকে অনেক বেডালাম।
পানির কারনে গতকাল আসা হইনাই। আজকে সিদ্ধান্ত নিলাম যেভাবে হোক চলে আসব। তাই অনেক কষ্ট করে এই পানি পার করে চলে এলাম। পানি আমার কোমর এর উপরে উঠে গেছে। আমি চিন্তা করি অই এলাকার মানুষ গুলোর কত না কষ্ট হচ্ছে। ওদের এই কষ্ট গুলো দেখি আর আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করি কতই সুখে রেখেছে আমাদের কে আল্লাহ তালা। সাগরের পানিকে যদি আমরা কলমের কালি ভাবি আর গাছের পাতাকে যদি খাতা ধরি আমার আল্লাহর শোকরিয়া করি তাহলে লেখে শেষ করা যাবেনা আমার আল্লার শোকরিয়া।