আপনার ইন্টারনেট স্পিড বাড়ান একটি সহজ উপায়ে

@sourovafrin · 2020-06-13 11:33 · BDCommunity

অনেক দিন পর লিখছি, আমি লিখায় খুব একটা ভাল না, তাই তেমন লিখি না। তার উপর উবুন্টু এর অভ্র একটু ঝামেলার তাই লিখতেও কষ্ট হয়। অনেক দিন ধরে ভাবছি কিছু লিখব, সো আজ বসে গেলাম।

আজ আমি আপনাদের বলব কিভাবে একটা সহজ উপায়ে আপনি ইন্টারনেট স্পিড বাড়াতে পারেন যা দিয়ে আপনি হাই স্পিডে ওয়েব সার্ফিং, ডাউনলোডিং, স্ট্রিমিং করতে পারবেন, তাই পুরো বিষয় টি জানতে পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন।


কাদের জন্য এই টিউটোরিয়াল?

যাদের ইন্টারনেট স্পিড ৫ এম্বিপিএস এর কম তাদের জন্যই মূলত এই টিউটোরিয়াল। বিডিআইএক্স সাইট থেকে ভাল স্পিডে ডাউনলোড করতে পারলেও, অন্যান্য সাইট থেকে যে কোন কিছু ডাউনলোড করতে ভালই বেগ পেতে হয়। আমি বেশ কিছু দিন ধরেই এই ট্রিক্স ফলো করছি এবং ভাল রেজাল্ট পেয়েছি, যদিও আমি তেমন কিছু ডাউনলোড করি না।

কি কি দরকার?

  • আপনার ইন্টারনেটে বিডিআইএক্স কানেক্টিভিটি থাকতে হবে।
  • একটি প্রক্সিফাইং সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশন।
  • আর কিছু ম্যানুয়াল সেটিং যা আমি প্রোভাইড করব।

কিভাবে করবেন?

আমি পার্সোনালি ব্রাউজার এক্সটেনশন ইউজ করতেছি, আপনি চাইলে প্রক্সিফাইং সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি গুগল ক্রোমে এক্সটেনশন টি ব্যবহার করছি, জানা নেই অন্যান্য ব্রাউজারে এমন এক্সটেনশন আছে কিনা। যাই হোক শুরু করা যাক।

  • প্রথমে এই লিংক থেকে এক্সটেনশন ডাউনলোড করে নিন।
  • তারপর এক্সটেনশনে ক্লিক করে অপশনে যান।
  • প্রোফাইল অপশনে যদি কোন প্রোফাইল থাকে সেগুলা রিমুভ করে দিতে পারেন কারণ তা আমাদের কোন কাজের না।
  • এবার নিউ প্রোফাইলে ক্লিক করুন, প্রোফাইলের একটা নাম দিন। "প্রক্সি ফাইল" অপশন টি সিলিক্টেড রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করুন।
  • নিচের ছবিটির মত সেটিং করুন -

image.png

  • এবার বাম পাশে নিচে এপ্লায় চেঞ্জ বাটনে ক্লিক করুন।
  • এবার সেটিং ট্যাব টি কেটে দিতে পারেন। এখন আপনি এক্সটেনশনে ক্লিক করলে আপনার প্রক্সি প্রফাইল দেখতে পারবেন নিচের মত -

image.png

  • ডিরেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় কোন চেঞ্জ থাকবে না, আপনার ডিফল্ট ইন্টারনেট সেটিং ইউজ হবে, প্রক্সি প্রোফাইল টি সিলেক্ট করলে আমাদের সেই সেটিং ইউজ হবে।
  • এখন আপনি আমাদের সেই প্রক্সি প্রোফাইল টি সিলেক্ট করে এই ওয়েবসাইট এ গিয়ে আপনার ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখুন।

কখন এই ট্রিক্স টি ইউজ করব?

আমি পার্সোনালি ডাউনলোডিং এবং মাঝে মাঝে ইউটিউব ভিডিও দেখার সময় ইউ করি, অন্যান্য সময় ডিরেক্ট অপশন(ডিফল্ট সেটিং) সেট করা থাকে। যেহেতু আমরা একটি থার্ড পার্টি প্রক্সি ব্যবহার করছি সেহেতু সার্ভার এর মালিক দেখতে পারবে আমরা কোন সাইট ভিজিট করছি, কতক্ষণ ভিজিট করছি, আমাদের আইপি, লোকেশন ইত্যাদি সে দেখতে পারবে। এবং আনএনক্রিপ্টেড সাইটে যদি কোন ডাটা ইনপুট করি সেটাও দেখতে পারবে। তবে এখন সব সাইট ই https ব্যবহার করে সো এরকম হওয়ার কোন সম্ভাবনা নেই, তবে আমি পার্সোনালি ডাউনলোড এর জন্যই বেশী ব্যবহার করি এবং রেকমেন্ড করব ভিডিও স্ট্রিমিং বা ডাউনলোড এর ক্ষেত্রে ব্যবহার করার জন্য। এটাও খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে প্রক্সি সার্ভার ডাউন থাকে সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট না ও কাজ করতে পারে, সেক্ষেত্রে ডিফল্ট সেটিং ব্যবহার করুন।

কিছু প্রশ্নের উত্তর

  • কিভাবে বুঝব বিডিআইএক্স কানেক্টিভিটি আছে কিনা?

=> এই লিংক এর ফাইল টি ডাউনলোডের ক্ষেত্রে যদি আপনি বেশী স্পিড পেয়ে থাকেন তাহলে বুঝবেন বিডিআইএক্স কানেক্টিভিটি আছে। তবে আপনার কানেক্টিভিটি না থাকলেও ট্রায় করতে পারেন, কাজ করলে অবশ্যই জানাবেন। - শুধু কি একটাই প্রক্সি, আর কোন প্রক্সি নেই?

=> আপনি এই প্রক্সি গুলো ট্রায় করে দেখতে পারেন - http://free-proxy.cz/en/proxylist/country/BD/all/uptime/all - মোবাইলে ব্যবহার করা যাবে কি?

=> আমি অনেক খুজেও socks4 proxy client পাই নি মোবাইলের জন্য, আপনি যদি পেয়ে থাকেন, তবে আমি আশাবাদী যে কাজ করবে। - এটা ইউজ করে কোন সমস্যা ফেস করতে হয়েছে কিনা?

=> সার্ফিং করার সময় বেশীরভাগ সাইটেই ক্যাপচা ভেরিফিকেশনে পড়েছি, তাই সার্ফিং না করাই ভাল - এটা যে কাজ করে কোন প্রুফ আছে কি?

=> নিচের ভিডিওতে আমি সেইম প্রক্সি ইউজ করে আমার ইন্টারনেট স্পিড দেখিয়েছি

এই ট্রিক্স টি ব্যবহার করে কোন ক্ষতির সম্মুখীন হলে, আমি কোনভাবে দায়ী থাকব না। তাই সতর্ক থাকুন


যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় অথবা কোন প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেয়ার চেষ্টা করব।

#hive-190212 #tech #internet #oc
Payout: 0.000 HBD
Votes: 64
More interactions (upvote, reblog, reply) coming soon.