পশুপাখির ভালবাসা 🤍

@tathoy · 2024-08-13 17:47 · BDCommunity

আসসালামু আলাইকুম সবাই । আশা করি আপনারা সবাই ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও share করব না ।আজকে আমি আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য ,আমার বেড়ালের কথা বলবো ।

IMG_6026.jpeg আমার একটি ছোট্ট বেড়াল আছে ।তার নাম Milky.আমরা ভালবেসে ওকে মিকু বলি।ও আমাদের কাছে অনেক আদরের।একটা সময় ছিল যখন আমি বেড়াল অনেক ভয় পেতাম ।কিন্তু এখন ওকে নিয়েই আমার দিন কাটে।পশুপাখিদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে ।ওরা অবলা প্রাণী ।দেখবেন ,ওদের একটু ভালবাসা দিলেই ওরা আপনার সময় টাকে সুন্দর করে তুলবে।

IMG_6660.jpeg পশুপাখিরা আপনাদের কাছে কিচ্ছু চায় না।শুধু একটু খাবার ।যেটি আমাদের খাওয়ার পড়ে আমরা ফেলে দেই।ওদের একবার ভালোবেসে দেখুন ।ওরা আপনাদেন মন ভালো করে দেবে।বর্তমানে আমাদের কম বেশি সবাই ই বেড়াল পালি বা বেড়াল পছন্দ করি। আমদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ)ও বেড়াল পছন্দ করতেন। - IMG_7164.jpeg অনেকে কুকুর ও পালেন।আবার অনেকর বাড়িতে এগুলো Allow ও করে না। Allow না করলেও ওদের ২ বেলা খেতে দেওয়া যায়।দুর থেকেও তাদের দেখে রাখা যায় ।পাখিরা কতো পরিশ্রম করে তাদের বাসা বানায়।আর আমরা তাদের বাসা কত সহজেই ভেঙে ফেলি।গাছ কেটে ফেলি ।কখনো এদের কথা ভাবি না।কিন্তু এরাই যে আমাদের আসল বন্ধু তা আমরা ভুলে যাই ।এরা কখনও আমাদের ক্ষতি করে না।ওদের ও তো প্রাণ আছে ।ওরা ও তো বাচতে চায়।মনে রাখবেন ,আপনার কাছের মানুষ ও আপনাকে ঠকাতে পারে ।কিন্তু পশুপাখি কখন ও ঠকাবে না।ওদের ভালোবাসলে ওরা আরও ৩গুণ আপনাকে ফিরিয়ে দিবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি ।আপনার সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফিজ 🤍

#pet #birds #animals #food #bangladesh #nature #home #selve #respect #love
Payout: 0.000 HBD
Votes: 75
More interactions (upvote, reblog, reply) coming soon.